কালের খবরঃ
“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই শ্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) সকালে এ উপলক্ষে গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক শাহিদা সুলতানার নেতৃত্বে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ। র্যালীতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহন শ্রমিক, পুলিশ, স্কাউট ও বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, সহসভাপতি শেখ মো. রুহুল আমিন, বিআরটিএ এর সহকারি পরিচালক লাইলাতুল মাওয়া, বাস মালিক সমিতির সভাপতি মো. ইলিয়াস হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। এরআগে জেলা প্রশাসক বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন।
এছাড়া, সকাল ৮টায় ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের আয়োজনে ভাটিপাড়া হাইওয়ে থানা চত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি ঢাকা-খুলনা মহাসড়কের চাপতা বাজার হয়ে একই জায়গায় এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ।
সভায় বক্তব্য রাখেন ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মোহাম্মদ তোফাজ্জেল হক। তিনি নিরাপদ সড়ক গড়ে তুলতে চালকদের পাশাপাশি সবাইকে সচেতন হতে অনুরোধ জানান।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply