কালের খবরঃ
গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। আজ সোমবার (১৭ অক্টোবর) জেলার ৫ উপজেলায় ৫টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সোমবার( ১৭ অক্টোবর) জেলার ৫ উপজেলায় ৫ জন পুরুষ ও ২ জন নারী সদস্য নির্বাচিত করেন ভোটাররা। এদিন সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত চলে ভোট গ্রহন ।
নির্বাচিত সদস্যরা হলেন-১নং ওয়ার্ডে ( মুকসুদপুর উপজেলা) রবিউল আলম সিকদার । তিনি তালা প্রতীকে ১১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ইকবাল মিয়া উটপাখি প্রতীকে ১০১ ভোট পেয়েছেন। ২নং ওয়ার্ড( কাশিয়ানী উপজেলা) এস,এম কামাল সেলিম। তিনি তালা প্রতীকে ১০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরীফ সোহরাব হোসেন, বৈদ্যুতিক পাখা প্রতীকে ৭৭ ভোট পেয়েছেন।
৩ নং ওয়ার্ড ( গোপালগঞ্জ সদর উপজেলা) আরমান হাফিজ, টিউবওয়েল ১৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শেখ মোহাম্মদ আবেদ আলী, হাতী প্রতীকে ৯৫ ভোট পেয়েছেন। ৪ নং ওয়ার্ড (কোটালিপাড়া উপজেলা)ঃ কামরুল ইসলাম বাদল, বক প্রতীকে ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী দেবদুলাল বসু পল্টু টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৫৭ ভোট।
৫নং ওয়ার্ড (টুঙ্গিপাড়া উপজেলা) বি এম তৌফিক ইসলাম, ঘুড়ি প্রতীকে ৪৬ পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী এমদাদুল হক বিশ্বাস তালf প্রতীকে ৩৩ ভোট পেয়েছেন।
সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডে ২৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সারমিন নাহার অধরা এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তানিয়া হক শোভা পেয়েছেন ১৬৬ ভোট।
সংরক্ষিত ৪ ও ৫ নং ওয়ার্ডে ১২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শ্রাবণী খানম এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এমিলি বেগম পেয়েছেন ৭২ ভোট।
উল্লেখ্য, গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী , গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. মুন্সি আতিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। এই জেলায় চেয়ারম্যান পদে আর কোন প্রার্থী মনোনয়পত্র জমা দেননি।এ জেলায় মোট ভোট সংখ্যা ৯৪৫ টি। যার মধ্যে কাস্টিং হয়েছে ৯৩৮ টি।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply