কালের খবরঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনা পয়েন্টে মধুমতি সেতুতে চালুর পর ২৪ ঘন্টায় মধুমতি সেতুতে ৪ লাখ ১৫ হাজার টাকা টোল আদায় হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) রাত ১২ টা ১ মিনিট থেকে মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ১২টা পযর্ন্ত ২৪ ঘন্টায় এ টোল আদায় হয়। এ সময়ে বিভিন্ন ধরণের ৩ হাজার ৫শ ৭৬টি যানবাহন সেতু পারাপার হয়েছে। বর্তমানে সেতুটির টোলপ্লাজার ৮টি বুথের মধ্যে ৫টি বুথে টোল আদায় করা হচ্ছে।
গত সোমবার (১০ অক্টোবর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী মধুমতি সেতু উদ্বোধন করেন। ওইদিন (সোমবার) রাত ১২টা ১ মিনিট থেকে যান যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয় । এরপর থেকে এ সেতু পার হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার যানবাহন।
গোপালগঞ্জ সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস ও সড়ক সার্কেলের ডিভিশনাল হিসাব রক্ষক মোঃ নাহিদ পারভেজ জানিয়েছেন, মধুমতি সেতুতে দুই শিফটে টোল আদায় করা হচ্ছে। গত সোমবার রাত ১২ টা ১ মিনিট থেকে মঙ্গলবার দুপুর ১২টা পযর্ন্ত প্রথম শিফটে এ সেতু দিয়ে এক হাজার ৫শ টি বিভিন্ন ধরনের যানবাহন পারাপার হয়েছে। আর এতে টোল আদায় হয়েছে দুই লাখ ২০ হাজার টাকা। আর দ্বিতীয় শিফট মঙ্গলবার রাত ১২ টা পর্যন্ত ২ হজার ৭৬ টি যানবাহন পারাপার হয়েছে। এতে মোট ২৪ ঘন্টায় ৩ হাজার ৫শ ৭৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে গত ২৪ ঘন্টায় মধুমতি সেতুতে ৪ লাখ ১৫ হাজার টাকা টোল আদায় হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply