
কালের খবরঃ
সময় টেলিভিশনের গোপালগঞ্জের স্টাফ রিপোর্টার এস.এম আমির হামজার জানাযা মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। শহরের গেটপাড়া কবরস্থান জামে মসজিদে জানাজা শেষে সেখানে তাকে দাফন করা হয়।নামাজের জানাযায় গোপালগঞ্জে কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ ,স্বজন ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কিডনী জনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে গতকাল সোমবার সন্ধায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। মৃত্যুকালে তিনি মা,স্ত্রী, মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। আমীর হামজার মৃত্যুতে গোপালগঞ্জ রিপোর্টাস ফোরাম,গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে। সেই সঙ্গে তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION