কালের খবরঃ
গোপালগঞ্জে মধুমতি নদীর বিলরুট চ্যানেলের পানিতে ভাসতে থাকা এক ব্যক্তির হাত-পায়ে ইট বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ( ১৮ মে) বেলা ১১টায় বৌলতলী পুলিশ ফাঁড়ির পুলিশ গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গা এলাকা থেকে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তি বেলাল হোসেন(৩৫)।সে কাশিয়ানী উপজেলার কুমরিয়া গ্রামের বসার বিশ্বাসের ছেলে। এর আগে উলপুর ইউনিয়নের মহিলা মেম্বার ফারজানা বেগম নদীর পানিতে লাশ ভাসতে দেখে ৯৯৯-এ ফোন দেয়। এর প্রেক্ষিতে গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ ঘটনার পর দ্বিতীয় স্ত্রী সনিয়া ইসলাম পলাতক ছিল। পরে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করেছে পুলিশ।
বৌলতলি পুলিশ ফাঁড়ির পরিদর্শক এএইচএম জসিমউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। নিহতের দ্বিতীয় পক্ষের স্ত্রীর সনিয়া ইসলামের বাবার বাড়ি সদর উপজেলার উলপুর গ্রামে।ধারনা করা হচ্ছে সেখানে কোন কারনে তাকে হত্যা করে লাশ গুম করার জন্য হাত-পা বেঁধে ৬টি ইট বেঁধে নদীর পানিতে ডুবিয়ে দেয়া হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply