কালের খবরঃ
বিশ্ব বসতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৩ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসক শাহিদা সুলতানার নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালীতে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, গণপূর্ত বিভাগের সহকারি প্রকৌশলী মো. হুমায়ুন কবীর, মৃধা রাশেদুল ইসলাম, মো. সালেহ আহমেদসহ গণপূর্ত বিভাগের প্রকৌশলীগণ ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি, সবার জন্য টেকসই নগর গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা সভাপতিত্ব করেন। জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply