কালের খবরঃ
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, সেলাই মেশিন বিতরণসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে গোপালগঞ্জে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৬তম জন্মদিন উদযাপিত হচ্ছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কিমিটর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানানো হয়। এরপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা নিবেদনের পর ৭৬ হাজার বৃক্ষরোপনের কর্মসূচী শুরু করা হয়। দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কায্যালয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কাটেন অগ্রণী ব্যাংকের পরিচালক খন্দকার মঞ্জুরুল হক লাভলু। পরে জেলার দুই’শত অসহায় ও দুঃস্থ পরিবারের হাতে সেলাই মেশিন তুলে দেন তিনি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কমনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply