কালের খবরঃ
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ার ক্যারাইলকোপা স্কুল সংলগ্ন অডিটোরিয়ামে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা-র উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এই কর্মসূচী পালিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সংগঠনের সভাপতি মিয়া মনসফ, কবি মনোরঞ্জনশীল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে নেতৃবৃন্দ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। অংশ নেন বিশেষ মোনাজাতে। অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।বেলা তিনটায় চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে ইকবাল সোবহান চৌধুরী পুরস্কার বিতরণ করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply