কালের খবরঃ
গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকদের শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রাথমিক চক্ষু চিকিৎসা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক নাহিদ ফেরদৌসীর সভাপতিত্বে এ কর্মশালায় অন্যান্যের মধ্যে সহকারি পরিচালক ডাঃ আবুল কালাম আজাদ, সিনিয়র কনসালটেন্ট ডাঃ একেএম রফিকুল ইসলাম, সাংবাদিক সৈয়দ মিরাজুল ইসলাম, মোজাম্মেল হোসেন মুন্না, এস এম হুমায়ুন কবীর, সৈয়দ মোরাদুল ইসলাম, ডাঃ সাইফুন আহমেদ, ডাঃ ফাতেমাতুজ জোহরা, ডাঃ তানজিম হুদা আলোচনায় অংশ নেন।
পরে মুক্ত আলোচনায় জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এই প্রতিষ্ঠানের সেবার মান উন্নয়ন বিষয়ে মতামত গ্রহন করা হয়। একই সাথে বিভিন্ন অভিযোগ শুনেন পরিচালক।
পরিচালক নাহিদ ফেরদৌসী বলেন, ২০১৫ সালের ডিসেম্বরে গোপালগঞ্জে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানের এই চক্ষু হাসপাতাল চিকিৎসা সেবা শুরু করে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাদারীপুর, পিরোজপুর, বাগেরহাট, নড়াইল, বরিশাল খুলনা, ফরিদপুর, সাতক্ষীরা, রাজবাড়ী, শারীয়তপুর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, যশোর, ঝালকাঠি, বরগুন, পটুয়াখালী, ভোলা, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে রোগীরা এ হাসপাতালে সেবা নিতে আসেন।
তিনি আরো জানান, ধনী-গরিব নির্বিশেষে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ, পরামর্শ, অপারেশন ও লেন্স সংযোজন করাসহ সব ধরনের সেবা প্রদাণ করা হচ্ছে। সমাজের সকল শ্রেণির মানুষের পাশাপাশি এখানে ডায়াবেটিক রোগীদের বিশেষ চক্ষু সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া রেটিনা, গ্লুকোমা, কর্ণিয়া, শিশু চক্ষু রোগ, ছানি অপারেশন, চোখের দৃষ্টিশক্তি পরীক্ষাসহ চোখের প্রায় সব ধরনের চিকিৎসার ব্যবস্থা রয়েছে এই প্রতিষ্ঠানটিতে।
পরিচালক নাহিদ ফেরদৌসী আরো জানান, আগামীতে এই প্রতিষ্ঠানে রেটিনা ও গ্লুকোমা চিকিৎসায় পৃথক বিভাগ খোলা হবে। এছাড়া এই প্রতিষ্ঠান থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ও কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোভাইডারদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। যাতে তারা চোখের রুগীদের এখানে পাঠাতে পারেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামীতে এই হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানটি চোখের চিকিৎসায় দেশের মধ্যে অনন্য অবদান রাখবে যাতে মানুষকে আর চোখের চিকিৎসার জন্য বাইরে যেতে না হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply