কালের খবরঃ
গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের এক বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(১৮সেপ্টেম্বর)সন্ধ্যায় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আব্দুল আলীম ব্যাপারী সভাপতিত্ব করেন।সভায় জেলায় স্বেচ্ছাসেবকলীগের কার্যক্রম আরো গতিশীল করতে নেতা কর্মীদের প্রতি আহবান জানানো হয়।
এসময় অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক খায়রুল হাসান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ও আবিদ আল হাসান, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মনোয়ারুল ইসলাম বিপুল, কেন্দ্রীয় সদস্য রুনা লায়লা, বিভাষ বালা, গোপালগঞ্জ স্বেচ্চাসেবকলীগ নেতা মোঃ নূরুল ইসলাম আব্বাস, বিএম আলম সিদ্দিকী, মোহসীন উদ্দিন সিকদার, কৃষ্ণ কুমার পাল, সাজ্জাদুর রহমান, শাহাদত হোসেন, হেমায়েত শেখ, সবুজ শেখ, কামাল মোল্লা প্রমূখ বক্তব্য রাখেন। সভায় সকলের সিধান্ত অনুযায়ী সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আব্দুল আজিজ খানকে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।
কারন হিসেবে গোপালগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের গতিশীলতা বৃদ্ধি ও বেগবান করতে এবং সাবেক সাধারন সম্পাদক ব্যবসায়ীক কাজে জেলার বাইরে অবস্থান করায় এবং গোপালগঞ্জে কম থাকার কারনে তার পক্ষে দলকে সময় দেয়া সম্ভব হচ্ছেনা উল্লেখ করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply