টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সোনালী ব্যাংক সিপিএফ পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
শনিবার (১০ সেপ্টেম্বর ) সকালে সংগঠনের সভাপতি হোসনে আরা বেগম ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়ার সভাপতিত্বে নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন তারা। তারপর নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনায় বিশেষ প্রার্থণায় অংশ নেন।
এসময় সংগঠনের কার্যকরী সভাপতি খালেদা খাতুন প্রামানিক, সহসভাপতি ঊমা রায়, মোঃ আহছান উল্লা, সাংগঠনিক সম্পাদক একেএম জাকির হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক আমেনা খাতুন, সাংস্কৃতিক সম্পাদক অরুন চন্দ্র দত্ত, সহসাংস্কৃতিক সম্পাদক সুবল কৃষ্ণ সাহা, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply