টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ১০২ তম সিনিয়র স্টাফ কোর্সের প্রশিক্ষনার্থীবৃন্দ।মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের যুগ্ন সচিব মোকলেচুর রহমান সরকারের নেতৃত্বে প্রশিক্ষনার্থীবৃন্দ জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেদায়েতুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন সহ বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ১০২ তম সিনিয়র স্টাফ কোর্সের ৩৭ জন কর্মকর্তা ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION