কালের খবরঃ
গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় ফরহাদ শেখ নামে এক ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী।
শনিবার (২৭ আগস্ট) সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অবরোধ করা হয়। এ সময় রাস্তার উভয় পাশে বিভিন্ন ধরনের যানবহন আটকা পড়ে।শুকতাইল গ্রামের শত শত গ্রামবাসী মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় তারা মহাসড়ক সম্প্রসারণ ও রাস্তার উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবী জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহসীন উদ্দিনের আশ্বাসের ভিত্তিতে দুপুর ১২ টার দিকে অবরোধ তুলে নেয় গ্রামবাসী।পরে যানবহন চলাচল স্বাভাবিক হয়।
নিহতের বড় ভাই ও শুকতাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবেদ আলী শেখ বলেছেন, বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন অন্তত ৫ হাজার মানুষ গোপীনাখপুর বাসস্ট্যান্ড এলাকা দিয়ে রাস্তা পারাপার হন। মহাসড়কের উভয়পাশে দোকানপাট থাকায় পথচারীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন। তাই এই বাজার এলাকায় মহাসড়ক ও বিকল্প পারাপারের ব্যবস্থা করলে দুর্ঘটনা কমে আসবে। প্রশাসনের আশ্বাসে আমরা দুই দিনের আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নিয়েছি।
গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সাব্বির রহমান বলেন, গত ২৪ আগস্ট গোপীনাথপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ফরাদ শেখসহ দুই জন নিহত হন। মহাসড়কের ওই স্থান সম্প্রসারণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বিকল্প পারাপারের ব্যবস্থার দাবীতে আধাঘন্টার মতো গ্রামবাসী ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply