
কালের খবরঃ
গোপালগঞ্জ সদও উপজেলার সাতপাড়ে অনুষ্ঠিত মতুঁয়া মহাসম্মেলনে মতুঁয়া সম্প্রদায়ের একাংশের নেতারা জাতীয়তাবাদী দলের পক্ষে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
আজ শনিবার (৩১ জানুয়ারী) বিকেলে সাতপাড় হাই স্কুল মাঠে আয়োজিত এই মতুঁয়া মহাসম্মেলনে বিভিন্ন এলাকা থেকে মতুঁয়া সম্প্রদায়ের লোকজন ঢাক-ঢোল, কাসর বাজিয়ে সমাবেশ স্থলে এসে হাজির হন।
হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের সভাপতি ও ঠাকুর বাড়ীর অন্যতম উত্তরসূরি মতুঁয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মহাসম্মেলনে মতুঁয়াচার্য সম্পদ ঠাকুর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিদুর কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ-২ আসনের বিএনপি দলীয় প্রার্থী ডাঃ কে এম বাবর প্রমুখ বক্তব্য রাখেন।

সম্মেলনে হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের সভাপতি পদ্মনাভ ঠাকুর মতুঁয়াদের উদ্দেশ্যে বলেন, এবারই প্রথম বিএনপি থেকে বাগেরহাটের দুটি আসনে মতুঁয়া সম্প্রদায়ের লোক মনোনয়ন পেয়েছেন। তারেক রহমান মতুঁয়াদের সম্মান দিয়েছেন। আমাদেরও তাঁর সম্মানের মান রাখতে হবে। আমরা যদি গোপালগঞ্জের তিনটি আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে পারি, তাহলে তারেক রহমানের কাছে আমাদের সম্মান থাকবে। তাই আগামী ১২ ফেব্রুয়ারি সবাই ভোট কেন্দ্রে গিয়ে বিএনপির দলীয় প্রার্থীকে ভোট দেবেন। আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে মতুঁয়া সম্প্রদায়ের লোকজন ভালো থাকবেন এবং আগামীতে আমরা আরো বেশি আসনে প্রার্থী দিতে পারবো। পরে তিনি গোপালগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কেএম বাবরকে মতুঁয়াদের মাঝে পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষে ভোট দেয়ার জন্য পুনরায় আহ্বান জানান।

আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে গোপালগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কেএম বাবর বলেন, আগামী নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তি ও বিপক্ষের শক্তি প্রতিদ্বন্দ্বীতা করছে। ৭১-এ যারা আমাদের দেশের ৩০ লক্ষ মানুষকে শহীদ করেছিল, ২ লাখ মা-বোনের ইজ্জত নিয়েছিল, তারা আবার সংগঠিত হয়েছে। তারা ৫৪ বছর পরে পরাজয়ে প্রতিশোধ নিতে চাই। তাই আপনাদের ধানের শীষে ভোট দিয়ে স্বাধীনতা বিরোধীদের পুনরায় প্রতিহত করতে হবে, যাতে পরাজিত শক্তি আর কখনো এ দেশে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।
Design & Developed By: JM IT SOLUTION