
কালের খবরঃ
গোপালগঞ্জ-০১ আসনে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করলেও ভোট চাওয়া হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে, এমন অভিযোগ উঠেছে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী ও কারাবন্দি কাবির মিয়ার বিরুদ্ধে। তিনি বর্তমানে জুলাই আন্দোলনের বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
অভিযোগ রয়েছে যে, কাবির মিয়ার নির্বাচনী ব্যানার ও ফেস্টুনে তার দলের নাম উল্লেখ নেই, তবে সেখানে ট্রাক প্রতীকের চিত্র রয়েছে। এই ব্যানারগুলিতে শুধুমাত্র লেখা রয়েছে, সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ কাবির মিয়াকে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে এলাকা এবং জনগণের সেবা করার সুযোগ দিন, কিন্তু দলের নাম বা দলীয় প্রধানের কোন ছবি সম্পর্কিত কোনো তথ্য নেই। তার কর্মী ও সমর্থকরা তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের কাছে উপস্থাপন করে ভোট চাচ্ছেন।
এছাড়া, গোপালগঞ্জ-০১ আসনের মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার একাধিক প্রার্থী ও সমর্থকরা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেন, কাবির মিয়া প্রথমে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। পরে তিনি গণঅধিকার পরিষদ থেকে মনোনয়ন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু এখন তার কর্মী সমর্থক ও পরিবারের সদস্যরা তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তুলে ধরে ভোট চাচ্ছেন, যা নির্বাচন আচরণ বিধির লঙ্ঘন। তাদের দাবি, এই ধরনের প্রচারণা অবিলম্বে বন্ধ করা উচিত।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মোহাম্মাদ মিজানুর রহমান বলেন, আমি দল এবং দলীয় প্রতীক ব্যবহার করে ব্যানার ও ফেস্টুন করেছি। এটাই নির্বাচন কমিশনের আইন। কিন্তু গণঅধিকার দলের প্রার্থী দলের নাম বা দলীয় প্রধানের ছবি ব্যাবহার না করে ব্যানার ও ফেস্টুন টাঙ্গিয়ে প্রচার প্রচারনা চালাচ্ছে। আমি দাবী করবো যথাযথ আইন মেনে সবাই যাতে প্রচার চালায়।
অপরদিকে, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান বলেন, এমন কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি এবং কেউ ফোনেও জানাননি। অভিযোগ পেলে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Design & Developed By: JM IT SOLUTION