
টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভূয়া সেনা সদস্য পরিচয়ে ওয়াকিটকি পকেটে নিয়ে রাতের বেলায় ঘোরাঘুরি করছিলেন ১৮ বছর বয়সী অচেনা এক কিশোর। তার চলাফেরা সন্দেহজনক হলে এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে নিজেকে সেনাবাহিনীর সদস্য দাবি করেন তিনি। কিন্তু কোন পরিচয়পত্র দেখাতে না পারায় স্থানীয়রা আটক করে তাকে পুলিশের হাতে তুলে দেয়। আজ রবিবার পেনাল কোড আইনে তাকে কারাগারে পাঠায় পুলিশ।
গত শনিবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের দক্ষিন পাড়া মুন্সীবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আজ রবিবার দুপুরে তাকে কারাগারে পাঠায় পুলিশ।
আটক কিশোর রাহাত চৌধুরী (১৮) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকূল গ্রামের দেলোয়ার চৌধুরীর ছেলে। বর্তমানে সে গোপালগঞ্জ সদর উপজেলার মৌলভীপাড়ার একটি বাসা ভাড়া করে বসবাস করছেন।।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী প্রত্যক্ষদর্শীদেও বরাত দিয়ে বলেন, গত শনিবার রাতে পকেটে ওয়াকিটকি নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি দক্ষিনপাড়া মুন্সীবাড়ির সামনে ঘোরাঘুরি করছিলো রাহাত নামের এক কিশোর। তার চলাফেরা সন্দেহজনক হলে স্থানীয়রা পরিচয় জানতে চাইলে নিজেকে সেনাবাহিনীর সদস্য বলে দাবি করে গোয়েন্দা কার্যক্রমে নিয়োজিত আছে বলে জানায় রাহাত। একপর্যায়ে কোন পরিচয়পত্র দেখাতে না পারায় স্থানীয়রা থানায় খবর দেন। তখন টুঙ্গিপাড়া ক্যাম্পের সেনাবাহিনী ও থানার পুলিশ ঐ কিশোরকে আটক করে। এছাড়া তার কাছ থেকে একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রাহাত তার বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছিলেন ও গোপালগঞ্জ শহরের একটি দোকানে কাজ করেন বলে দাবি করেছেন। তার বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানার একটি মামলা হছে। সেই মামলায় আজ রবিবার দুপুরে কারাগারে পাঠানো করা হয়েছে। তবে এবিষয়ে তদন্ত চলমান রয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION