কে নেভাবে পথের আগুন
রবীন্দ্রনাথ অধিকারী
অগ্নিজলের উল্টোরথ আগুন ছাড়ায় পথে পথে
বদলে দিয়ে জীবন ধারা বন্ধ করে জন্ম কপাট
ছুটে চলে বায়ুর মতো তীব্র বেগে দীপ্ত দহনে
পুড়িয়ে যায় ধূলাবালি জলডোবা সব গাছের পাতা
আ-ভূমি সব সত্তাগুলো মৌল কনার দিব্য-রীতি
সব পুড়ে যায় উল্টো রথের অগ্নি জলে।
কে নেভাবে পথের আগুন আছে কি কেউ এ ভূ-ভাগে
কে থামাবে রথের চাকা কোন সে মালিক কোন মহাজন
সব পুড়ে যায় অগ্নিজলে প্রান্ত ছোয়া আকাশ যতো
হলুদবাটা উল্টো সময় উল্টো রথের উল্টা পথে ।
শূণ্যের সাতার
রবীন্দ্রনাথ অধিকারী
শূণ্যের উপর শূণ্যের ছাদ শূণ্যের ভেতর শূণ্যের খাঁদ
অখন্ড-মন্ডলে মহাশূণ্যের ঘর এ ঘর যেন ভরকেন্দ্রের ভর
শূণ্যে ভাসে শূণ্যের পাথার শূণ্যে শূণ্যে শূণ্যের সাঁতার
শূণ্যের বারান্দায় শূণ্য দেয়াল এ যেন প্রকৃতির আমোঘ খেয়াল
শূণ্যের তহবিলে শূণ্য জমা বাক্যের কমার মতো এ যেন পরমা
শূণ্য শূন্যের যোগফল শূণ্যু হলো আকাশ অতল মহাতল
শূণ্য হলো দূরবীক্ষের ছায়াপথ মহাকালের মহিমা রথ
শূণ্য হলো মহাকাশ , মহাকালেল অন্তহীন এক দীর্ঘশ্বা
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply