
কালের খবরঃ
গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর-কাশিয়ানি) থেকে স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম শিমুলের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্ত আসার পর প্রার্থী শিমুলের ছোটভাই ব্যারিস্টার নাজমুল আলম মুঠোফোনে সাংবাদিকদের এই খবরটি নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে, গত ৩ জানুয়ারি গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম শিমুলের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেছিলেন। এর কারণ ছিল প্রার্থীর ওয়ান পার্সেন্ট ভোটারের স্বাক্ষর সংক্রান্ত জটিলতা। এই পরিস্থিতিতে শিমুল তার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন।
তবে নির্বাচন কমিশন তার আপিল গ্রহণ করে এবং শুনানি শেষে প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করে। আজ সোমবার (১২ জানুয়ারী) দুপুরের পর নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত জানায় বলে শিমুলের ছোটভাই ব্যারিস্টার নাজমুল আলম জানান। এই থবর এলাকায় ছড়িয়ে পড়লে গোপালগঞ্জ – ০১ আসনসহ পুরো জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোড়ন সৃষ্টি করেছে।
এদিকে, আশ্রাফুল আলম শিমুলের ছোট ভাই ব্যারিস্টার নাজমুল আলম সাংবাদিকদের জানান, তার ভাইয়ের প্রার্থীতা বৈধ ঘোষণার ফলে শিমুলের সমর্থক ও কর্মীরা উজ্জীবিত হয়েছেন। তার মতে, নির্বাচনে শিমুলের প্রার্থীতা রাজনৈতিক প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করবে এবং মুকসুদপুর-কাশিয়ানির মানুষের আশা ও চাহিদার প্রতি সঠিক প্রতিফলন ঘটাবে।
Design & Developed By: JM IT SOLUTION