
কালের খবরঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ তিনটি আসন থেকে এনসিপি, গণঅধিকার ও গণফোরামসহ ৬ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ নিয়ে জেলার তিনটি আসনে এখন পযর্ন্ত ১৬জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেন।
জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সোমবার (২২ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত গোপালগঞ্জ-০১ আসন থেকে এনসিপির প্রার্থী প্রলয় কুমার পাল, গোপালগঞ্জ-০২ আসন থেকে গণফোরামের শাহ মফিজ, স্বতন্ত্রপ্রার্থী কামরুজ্জামান ভুইয়া ও উৎপল বিশ্বাস এবং গোপালগঞ্জ-০৩ আসন থেকে এনসিপির প্রার্থী আরিফুল দাড়িয়া, গণ অধিকার পরিষদের আবুল বশার মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন সংগ্রহ করা প্রার্থীরা হলেন, গোপালগঞ্জ-০১ আসনে এনসিপির প্রার্থী প্রলয় কুমার পাল, স্বতন্ত্র প্রার্থী এম আনিসুল ইসলাম ও মোঃ সুজাউদ্দিন অপু।
গোপালগঞ্জ-০২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আজমল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের তসলিম হুসাইন সিকদার, গণফোরামের শাহ মফিজ, স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়া, এম এইচ খান মঞ্জু, সিরাজুল ইসলাম সিরাজ, উৎপল বিশ্বাস ও শিপন ভূইয়া।
গোপালগঞ্জ-০৩ আসনে এনসিপির প্রার্থী আরিফুল দাড়িয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এম রেজাউল করিম, গণঅধিকারের প্রার্থী আবুল বশার, স্বতন্ত্র প্রার্থী মোঃ হাবিবুর রহমান ও মোহাম্মদ আনোয়ার হোসেন।
এ রিপোর্ট লেখা পযর্ন্ত গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে গোপালগঞ্জ-০১ আসেনর এনসিপির প্রার্থী প্রলয় কুমার পাল বলেন, আমাকে যদি জনগণ ভোট দেয়, আমি যদি নির্বাচিত হই তাহলে আমি জনগনের ম্যান্ডেট বাস্তবায়নের জন্য কাজ করবো, জনগনের যেন প্রত্যাশা পূরণ হয়। আমি চাইবো গোপালগঞ্জের প্রত্যেকটি ঘরে যেন বেকারত্বের ছোয়া না থাকে। আমি বেকারত্ব নিয়ে সবচেয়ে বেশি কাজ করতে চাই।
গোপালগঞ্জ-০৩ আসনের এনসিপি প্রার্থী আরিফুল দাড়িয়া বলেন, আমি মানুষের জন্য কাজ করতেই রাজনীতিতে এসেছি। গোপালগঞ্জে আমরা নতুন বন্দোবস্তের রাজনীতি করতে চাচ্ছি। আমরা মানুষের কাছে যাবো, সমস্যা চিহ্নিত করে সেইভাবে কাজ করবো। গোপালগঞ্জে যেহেতু আওয়ামী লীগ নেই। গত দেড় বছরে সকল দলের কার্যক্রম বিচেবনা করেই গোপালগঞ্জের মানুষ ভোট দিবে এই প্রত্যাশা করি।
Design & Developed By: JM IT SOLUTION