কালের খবরঃ
গোপালগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক প্রয়াত আকরামুজ্জামান আকরামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে স্মরনসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার(২০ আগষ্ট)বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গোপালগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ মোঃ রুহুল আমিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ লুৎফার রহমান বাচ্চু বক্তব্য রাখেন।
সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহসিন উদ্দিন সিকদারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা জামিল সারোয়ার, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ নুরুল ইসলাম আব্বাস, কৃষ্ণ কুমার পাল, সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি নজরুল ইসলাম হীরা, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল হামিদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইলতুত মিস, হেলাল কাজী, আব্দুল আজিজ প্রমূখ।পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং প্রয়াত আকরামুজ্জামান আকরামের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply