কালের খবরঃ
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে শোভাযাত্রা,আলোচনা সভা ও প্রসাদ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯) সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা, উপজেলা ও গ্রামের বিভিন্ন মন্ডপে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।শুক্রবার দুপুর ১১ টায় গোপালগঞ্জ শহরের কেন্দ্রীয় কালিবাড়ি হতে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ি প্রাঙ্গণে এসে শেষ করে। পরে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এদিকে কোটালীপাড়া উপজেলার ভট্টের বাগান মন্দির কমিটির আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয়।
উপজেলার উনশিয়াগ্রামের ভট্টের বাগান মন্দির চত্ত্বর থেকে শোভাযাত্রাটি শ্রুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি পুরনায় মন্দির চত্ত্বরেগিয়ে শেষ হয়।পরে আলোচনা সভায় মিলিত হয়। কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন। সভায় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন।
পরে সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় । এছাড়া কাশিয়ানী, মুকসুদপুর ও টুঙ্গিপাড়া উপজেলা সদরে ও গ্রামের মন্ডপ গুলোতে অনুরুপ কর্মসূচী পালন করে সনাতন ধর্মের মানুষ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply