মাদারীপুর প্রতিনিধিঃ
তথ্যকে গণতন্ত্রের অক্সিজেন” হিসেবে বিবেচনায় নিয়ে, সার্বজনীন তথ্যপ্রবাহ নিশ্চিতের লক্ষ্যে আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) মাদারীপুর জেলা প্রশাসন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহযোগিতায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), মাদারীপুরের যৌথ আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৫ পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার জনাব বিমল চন্দ্র বর্মন । অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে।
সভায় বক্তারা তথ্যের অবাধ প্রবাহ, ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্য উন্মুক্তকরণ, এবং পরিবেশগত তথ্যে প্রবেশাধিকারকে বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “তথ্য অধিকার নিশ্চিত করা ছাড়া জনগণের ক্ষমতায়ন, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা সম্ভব নয়। মাদারীপুর জেলার আওতাভুক্ত ৫৯টি দপ্তরের মধ্যে ৮৪% ওয়েব পোর্টাল হালনাগাদ হয়েছে। যা সন্তোষজনক হলেও শতভাগ নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিশেষ অতিথি সহকারী পুলিশ সুপার জনাব বিমল চন্দ্র বর্মন বলেন, “তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্যপ্রাপ্তি ও সরবরাহে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এতে করে প্রশাসনে স্বচ্ছতা এবং জনগণের আস্থা বাড়বে।”
সভায় সনাকের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ এনায়েতুল্লাহ মাদারীপুর জেলা তথ্য বাতায়নের আওতাভুক্ত দপ্তরসমূহের ওয়েব পোর্টাল পর্যবেক্ষণ-২০২৫ প্রতিবেদন উপস্থাপন করেন।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, “ডিজিটাল যুগে পরিবেশ-সম্পর্কিত তথ্যসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য জনগণের জন্য সহজলভ্য করতে হবে। টিআইবি ও সনাক তথ্য অধিকার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
সভায় সনাক সভাপতি খান মোঃ শহীদ বলেন, “স্বাধীন তথ্য কমিশন গঠনের দাবির পাশাপাশি, সকল সরকারি দপ্তরের ওয়েব পোর্টাল হালনাগাদ করতে হবে।” এছাড়া তিনি তথ্য অধিকার বাস্তবায়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্বকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।
সভায় সনাক সদস্য মমতাজ হক স্থানীয় প্রশাসনের সেবাকার্যক্রমে তথ্য ঘাটতির বিষয়টি তুলে ধরেন এবং তথ্য হালনাগাদের প্রয়োজনীয়তার কথা বলেন। ইয়েস সদস্যদের পক্ষে দলনেতা কামরুল হাসান বলেন, “তথ্য সেবায় ডিজিটাল প্ল্যাটফর্মের উন্মুক্ততা নিশ্চিত করা সময়ের দাবি। অফিসগুলোকেও স্বপ্রণোদিতভাবে তথ্য প্রকাশে উদ্যোগী হতে হবে।”
সভায় টিআইবি প্রদত্ত সুপারিশসমূহ পাঠ করেন সনাক সদস্য আঞ্জুমান আরা কবির। সেখানে স্বাধীন তথ্য কমিশন গঠন, তথ্য অধিকার আইন সংস্কার, ডিজিটাল টুলস সহজলভ্যকরণ, সরকারি ওয়েবসাইটে তথ্য হালনাগাদ ও পরিবেশগত তথ্য প্রকাশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সনাক সদস্য, ইয়েস ও এসিজি সদস্যগণ উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (তথ্য ও অভিযোগ সেল), জনাব নাজমুল আলম খান।
Design & Developed By: JM IT SOLUTION