মুকসুদপুর প্রতিনিধিঃ
প্রায় ৯০ বছর পর গোপালগঞ্জের মুকসুদপুর থানার বেদখল থাকা সাড়ে ৭ শতাংশ জমি উদ্ধার করে নিজ দখলে নিয়েছে থানা পুলিশ। আজ মঙ্গলবার সকালে দখলকৃত জমি বুঝে নেন মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল।
এ ব্যাপারে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, ১৯১৭ সালে থানার কার্যক্রম শুরুর পর থেকে থানার পাশের একটি পরিত্যক্ত জমিতে স্থানীয় কয়েকটি পরিবার আশ্রয় নেয় এবং সেখানে ব্যবসায়িক দোকানপাট গড়ে তোলে। দীর্ঘদিন ধরে তারা ওই জমি দখল করে রাখে।
তিনি বলেন, বিগত কয়েক বছর ধরে বারবার নোটিশ দিয়েও জমি ছাড়াতে পারিনি। তবে সম্প্রতি তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান আসে। গত সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে তারা স্বেচ্ছায় দখল ছাড়ে এবং জমিটি আমাদের বুঝিয়ে দেয়।
তিনি আরও বলেন, দীর্ঘদিন পর আমাদের জমি পুনরুদ্ধার করতে পেরে আমরা সন্তুষ্ট। ওই জমি দখল থাকার কারণে থানার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল এবং সীমানা প্রাচীর নির্মাণে বাধা সৃষ্টি হচ্ছিল। এখন জমিটি বুঝে পাওয়ার ফলে নিরাপত্তা জোরদার করা সম্ভব হবে।
Design & Developed By: JM IT SOLUTION