বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন

কাশিয়ানীতে অভিযান চালিয়ে সাড়ে ৪ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস

Reporter Name
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৭.৩২ পিএম
  • ১১১ Time View

কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ চায়না দুয়ারী ও চড়পাটা জালবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। গতকাল রবিবার (৩১ আগস্ট ২০২৫) উপজেলার রাজপাট ইউনিয়নের শিল্টা ও হাইশুর বিল থেকে এসব জাল জব্দ করা হয়।অভিযানে মোট ৭৪টি চায়না দুয়ারী জাল ও ১টি বড় চড়পাটা জাল উদ্ধার করা হয়। পরে সেগুলো উপজেলা শহীদ মিনার চত্বরে স্থানীয় জনগণ ও সাংবাদিকদের উপস্থিতিতে আগুনে ভস্মীভূত করা হয়।জেলা মৎস্য অফিসার বিজন নন্দীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তারা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।

জেলা মৎস্য অফিসার জানান, জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে ৭৪টি চায়না দুয়ারী জালের মূল্য আনুমানিক ৩ লাখ টাকা এবং একটি বড় চড়পাটা জালের মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।তিনি আরও বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় কাশিয়ানী উপজেলাসহ জেলার বিভিন্ন স্থানে অব্যাহতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION