
কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে গাড়ির ধাক্কায় মামুন মোল্লা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।গতকাল রবিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপতা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন মোল্লা উপজেলার তিলছড়া গ্রামের আশরাফ মোল্লার ছেলে।
আহতরা হলেন একই উপজেলার কামারোল গ্রামের ভ্যানচালক রোমান মোল্লা (৩২) ও তিলছড়া গ্রামের নাঈম মোল্লা (২৩)।ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, ঘাসবোঝাই একটি ভ্যানে করে তিনজন নিজ বাড়ি তিলছড়া যাচ্ছিলেন। এসময় পিছন দিক থেকে আসা একটি গাড়ি ভ্যানটিকে ধাক্কা দিলে তা দুমড়ে-মুচড়ে যায়। এতে তিনজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে মামুন মোল্লার অবস্থা আশঙ্কাজনক হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। নিহত মামুনের মরদেহ পরিবার বাড়িতে নিয়ে গেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
                                Design & Developed By: JM IT SOLUTION