
কালের খবরঃ
গোপালগঞ্জের মধুমতি নদীর ভাঙ্গনকবলিত বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। আজ রবিবার (২৪ আগস্ট) বিকেলে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ইছাখালি গ্রামের ধুপসি ও সিকদারপাড়া এলাকায় নদীর পাড়ে ভাঙ্গনের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তারা।
পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দুটি এলাকায় প্রায় আড়াই কিলোমিটারজুড়ে নদীভাঙ্গন দেখা দিয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ভাঙ্গন শুরু হয়েছে প্রায় ৭৫০ মিটার এলাকা জুড়ে। পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরকে অবিলম্বে বালুভর্তি জিও ব্যাগ ফেলার নির্দেশ দেন, যাতে ভাঙ্গনের ভয়াবহতা আরও যাতে না বাড়ে।এর আগে, গত শনিবার বিকেলে জেলা প্রশাসক কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাজার, কালনা সেতু ও রেলসেতু এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল, সহকারী কমিশনার মোহাম্মদ আতাউর রহমান সহ জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এসময় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন,”মধুমতি নদীর বিভিন্ন স্থানে নদীভাঙন শুরু হয়েছে। আমরা চেষ্টা করছি যাতে ভাঙ্গনের বিস্তার রোধ করা যায়। পানি উন্নয়ন বোর্ডকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে স্থায়ীভাবে বাঁধ নির্মাণের জন্য প্রকল্প গ্রহণ করা হবে।
                                Design & Developed By: JM IT SOLUTION