
কালের খবরঃ
যারা জনগণের কাছ থেকে চাঁদা তোলে, চাঁদা না পেয়ে মানুষ হত্যা করে, তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। আর যারা গোপালগঞ্জকে নিয়ে কটূক্তি করে, তারা জনগণের কাছে ক্ষমা না চাইলে এখানে রাজনীতি করতে পারবে না। এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী মাওলানা তসলিম হোসাইন সিকদার।আগামী জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ রবিবার (২৪ আগস্ট)দুপুরে গোপালগঞ্জে এক বর্ণাঢ্য মোটর শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এদিন দুপুরে জেলা শহরের মান্দারতলা এলাকার দলীয় কার্যালয় থেকে মাওলানা তসলিম হোসাইন সিকদারের নেতৃত্বে শোভাযাত্রাটি বের হয়। এটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঘোনাপাড়া এলাকা ঘুরে লঞ্চঘাটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পরে দলীয় কার্যালয়ে এসে শোভাযাত্রার সমাপ্তি ঘটে।
সমাবেশে মাওলানা তসলিম হোসাইন সিকদার আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় এলে দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও অপরাধ নির্মূল করে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। মোটর শোভাযাত্রায় তিনশতাধিক ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
Design & Developed By: JM IT SOLUTION