
মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস রাস্তার খাদের পানিতে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।আজ শনিবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার তপারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা শাওন-সাগর পরিবহনের বাসটি ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে রাস্তার খাদে ফেলে দেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঊদ মো খায়রুল আনাম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার কাজ চলছে। এ পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। উদ্ধার অভিযান শেষ হলে বিস্তারিত জানা যাবে।উল্লেখ্য, এর আগে একই দিন সকালে ঢাকা-খুলনা মহাসড়কের পোনা এলাকায় আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। সে ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হন।
                                Design & Developed By: JM IT SOLUTION