
কালের খবরঃ
গোপালগঞ্জে জেলা বিএনপি নেতা ও গোপালগঞ্জ-০২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাঃ কে. এম. বাবরের বাসভবন থেকে কার্তুজসহ পাইপগান উদ্ধারের ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী ডাঃ রাবেয়া আক্তার। তিনি এ ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ এবং ষড়যন্ত্রমূলকভাবে তার স্বামীকে ফাঁসানোর চেষ্টা বলে দাবি করেন।
আজ শনিবার (২৩ আগস্ট) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
ডাঃ রাবেয়া আক্তার বলেন, আমার স্বামী ডাঃ কেএম বাবর আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০২ আসন থেকে বিএনপির প্রার্থী হতে মনোনয়ন প্রত্যাশী। তিনি স্থানীয়ভাবে জনপ্রিয় ব্যক্তি হওয়ায় অনেক শত্রুও তৈরি হয়েছে। পরিকল্পিতভাবে তাকে ফাঁসাতে এবং সমাজে হেয় করতে প্রতিপক্ষ একটি মহল সক্রিয় ভূমিকা নিয়েছে।
তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, যারা এ নোংরা চক্রান্ত করেছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
এসময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, অ্যাডভোকেট এম এ আলম সেলিম, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, বিএনপি নেতা নেতা আজিজুর রহমান বেনো, পৌর বিএনপির সভাপতি শেখ হাচিবুর রহমান হাচিব, বিএনপি নেতা জিয়াউল কবীর বিপ্লব, যুবদল সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, স্বেচ্ছাসেবকদল আহবায় সাজাজাদ হোসেন হীরা সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শুক্রবার রাত ২টার দিকে যৌথবাহিনী ডাঃ বাবরের বাসায় অভিযান চালিয়ে কার্তুজসহ একটি পাইপগান উদ্ধার করে। তবে এ সময় ডাঃ কে. এম. বাবর বাসায় উপস্থিত ছিলেন না।
Design & Developed By: JM IT SOLUTION