
টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মহাসড়কের পাশে গাছ রেখে দীর্ঘদিন ধরে সয়ামিল ব্যবসা পরিচালনা করছিলেন মুশফিকুর রহিম নামের এক ব্যবসায়ী, যা জনস্বার্থে বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছিল।
তিন মাস ধরে সড়কের পাশে গাছ রেখে ব্যবসা পরিচালনা করায় প্রথমে সরকারের ড্রেনের কিছু অংশ ভেঙে যায়, এরপর সড়কে চলাচলকারী সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। যদিও প্রশাসন একাধিকবার মুশফিকুর রহিমকে গাছ সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করে, তবুও তিনি কোনো গুরুত্ব দেননি।
অবশেষে, সড়কের অবস্থা আরও খারাপ হওয়ায় এবং মানুষের ভোগান্তি সৃষ্টির কারণে আজ রবিবার (১৭ আগস্ট) টুঙ্গিপাড়া-পিরোজপুর মহাসড়কের চৌড়ঙ্গি এলাকায় অভিযান চালান টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার। ভ্রাম্যমান আদালত সড়ক আইনে মুশফিকুর রহিমকে ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং তিনি গাছ সরানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
এ বিষয়ে ইউএনও ফারজানা আক্তার বলেন, এভাবে সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করা এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটানোর জন্য ব্যবসায়ীকে একাধিকবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি তা উপেক্ষা করেন। তাই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জনস্বার্থে ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে।
Design & Developed By: JM IT SOLUTION