
কালের খবরঃ
গোপালগঞ্জে যাথাযোগ্য মর্যাদায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে গোপালগঞ্জ কেন্দ্রীয় কালিবাড়ির উদ্যোগে শহরে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। আজ শনিবার (১৬ আগস্ট ) সকাল সাড়ে ১১ টায় গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি থেকে সনাতন ধর্মাবলম্বীদের অংশ গ্রহনে একটি শোভাযাত্রা বের হয়। উৎসবমুখর পরিবেশে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।এর আগে গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়িতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে পূজা অর্চনা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় গোপালগঞ্জ জেলা সদরের ইস্কন মন্দির, পূজা উদযাপন ঐক্য ফ্রন্ট সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ভক্তগণ অংশ গ্রহণ করেন। আগামীকাল রবিবার (১৭ আগষ্ট) মহাপ্রসাদ বিতরনের মধ্য দিয়ে দুই দিনের কর্মসূচী শেষ করবে ইসকন।এছাড়া জেলার কোটালীপাড়া, মুকসুদপুর, টুঙ্গিপাড়া ও কাশিয়ানী উপজেলা সদর ও বিভিন্ন গ্রামের আশ্রম ও মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণোর জন্মষ্টমী উৎসব পালিত হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION