
কালের খবরঃ
আত্মীয় মরদেহ বাড়ীতে নেয়ার পথে যাত্রীবাহী বাসের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে লাশ হয়ে বাড়ী ফিরলেন ইসমাইল হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তি। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন।
আজ শুক্রবার (১৫ আগষ্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের জোয়ারিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।ভাঙ্গা হাইওয়ে পুলিশের পরিদর্শ (ওসি) মোঃ রোকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত ইসমাইল হাওলাদার পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সবুজ নগর গ্রামের রহমান হাওলাদারের ছেলে।
ওসি মোঃ রোকিবুজ্জামান জানান, ইসমাইল হাওলাদার কয়েকজনকে সাথে নিয়ে একটি অ্যাম্বুলেন্সে করে এক আত্মীয়ের মরদেহ নিয়ে চট্টগ্রাম থেকে নিজ বাড়ী পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সবুজ নগর গ্রামে যাচ্ছিলেন।
এসময় অ্যাম্বুলেন্সটি (ঢাকা-মেট্রো-ছ-৭১-৪০৪৯) ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের জোয়ারিয়া এলাকায় পৌঁছালে বিপরিতমুখী বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিএমএফ পরিবহন একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো- ব-১৫-০০৩৭) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সে থাকা ইসমাইল হাওলাদার ঘটনাস্থলেই মারা যান।পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে ও আহতদের ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।
Design & Developed By: JM IT SOLUTION