
কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাড়ীর পাশের পুকুরের পানিতে ডুবে রাহাদ মোল্যা নামে চার বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৩ আগস্ট) দুপুরে কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া উওরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু রাহাদ মোল্যা কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া উওরপাড়া গ্রমের আসলাম মোল্যার ছেলে।
সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম সেলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসলাম মোল্যার ছেলে রাহাদ তার মাকে বাথরুমে যাবার কথা বলে ঘর থেকে বের হয়। এক ঘন্টা পরও বাথরুম থেকে বের না হলে তাকে বিভিন্ন স্থানে খোঁজ করেও পাওয়া যায়নি। পরে তার পায়ের ছাপ দেখে বাড়ীর পাশের পুকুরে খোঁজাখুঁজি করে রাহাদকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
Design & Developed By: JM IT SOLUTION