
কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানাবাড়ি বেড়াতে এসে সিধু বিশ্বাস (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার ধারাবাশাইল গ্রামে এ ঘটনা ঘটে। সিধু বিশ্বাস বরিশাল জেলার গৌরনদী উপজেলার রমজানপুর গ্রামের সুজন বিশ্বাসের ছেলে।
কোটালীপাড়া থানার এসআই মামুনুর রশিদ জানান, সিধু বিশ্বাস কোটালীপাড়া উপজেলার ধারাবাশাইল গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরের কিছুক্ষণ আগে সিধুর নানী কনিকা বাড়ৈ তাকে নিয়ে বাড়ির পাশের পুকুরের ওপর মুরগীর ফার্মে কাজ করতে যান। খেলা করতে করতে নানীর অজান্তে সিধু পুকুরে পড়ে যায়। এরপর নানী কনিকা বাড়ৈ তার নাতী সিধুকে না পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে পুকুর থেকে সিধুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Design & Developed By: JM IT SOLUTION