টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ বিএনসিসি-র নব-নিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদী। মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০ তিনি পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানো শেষে তিনি পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিয়ে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালে তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করেন।এসময় বিএনসিসি-র সুন্দরবন রেজিমেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হাসান মাহমুদসহ বিএনসিসি-র বিভিন্ন পর্যায়ের অফিসার ও ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply