কালের খবরঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশের উপর হামলার মামলায় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে থাকা ৩৭ জন আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে। আজ সোমবার (১৪ জুলাই) গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত তা না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ রাতে মুকসুদপুর থানাধীন পশারগাতি ইউনিয়নের কৃষ্ণাদিয়া এলাকায় পুলিশ বিশেষ অভিযানে গেলে চেয়ারম্যান আব্দুর রহমান মীরের নেতৃত্বে অন্তত ৩৭ জন নামধারীসহ ১০০/১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এতে পুলিশের এসআই, এএসআই ও কনস্টেবলসহ একাধিক সদস্য গুরুতর আহত হন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মুকসুদপুর থানায় মামলা দায়ের করে।
পরে আসামিরা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষে আজ সোমবার তারা গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাদের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Design & Developed By: JM IT SOLUTION