কালের খবরঃ
গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় বিআরটিএ এবং সড়ক ও জনপথ বিভাগের আয়োজনে এ দিবসটি পালন করা হয়।
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি-কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এ প্রতিপাদ্যে আজ বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে মোটরসাইকেল চালকদের মাথায় হেলমেট পরিয়ে দেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মিজানুর রহমান। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মিজানুর রহমান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারিহা তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মিজানুর রহমান বক্তব্য রাখেন। এ সময় সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ও গাড়িচালকেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সড়কে শিশু ও কিশোরদের মোটরসাইকেল চালানোর ক্ষতিকর দিকগুলোও তুলে ধরে বক্তারা বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। বিশেষ করে ঢাকা-খুলনা মহাসড়কের প্রতিনিয়ত দুর্ঘটনা বেড়েই চলছে। তাই সড়ক পরিবহন আইন, ২০১৮ মেনে সড়কে চলাচল করতে হবে। আইনের যথাযথ প্রতিপালনে সরকার যানবাহন চালকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ, ফিটনেস সার্টিফিকেট এবং লাইসেন্স প্রদান করে যাচ্ছে।
Design & Developed By: JM IT SOLUTION