কালের খবরঃ
গোপালগঞ্জে পৃথক তিনটি ঘটনায় এক শিশুসহ তিনজনের মুত্যু হয়েছে। আজ বুধবার ( ১ অক্টোবর) কাশিয়ানী উপজেলার মাজরা এবং কোটালীপাড়া উপজেলার মাচারতারা ও লখন্ডা গ্রামে এসব ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মাকসুর রহমান মুরাদ হোসেন জানান, ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক গাছের সাথে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে ট্রাক চালক মোঃ জনি হোসেন নিহত হয়। এসময় ট্রাকের হেলপার মারাত্মক আহত হন। নিহত জনি যশোরের চৌগাছা গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
অপরদিকে, কোটালীপাড়া উপজেলার মাচারতারা গ্রামে পুকুরের পানিতে ডুবে সাদমান শেখ নামের ৬ বছরের শিশুর মৃত্যু হয়েছে। সাদমান দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে ডুবে যায়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক সাদমানকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, একই উপজেলার লখন্ডা গ্রামে বজ্রপাতে সমীর বাড়ৈ (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বাড়ির পাশের বিলে ভ্যাশালজালে মাছ ধরার জন্য বসে ছিল। এসময় বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে ভ্যাশালের উপরেই জ্ঞান হারান। পরে স্থানীয়রা উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসব বিষয় নিশ্চিত করেছেন,কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা.আসাদুজ্জামান।
Design & Developed By: JM IT SOLUTION