গোবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শুরু হয়েছে ‘ই-কমিউনিকেশন ও ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪০৭ নম্বর কক্ষে এই কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC)।কর্মশালাটি আজ সকাল ১০টায় শুরু হয়ে আগামীকাল বৃহস্পতিবার শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেশন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, “‘ই-কমিউনিকেশন ও ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট’ একটি সময়োপযোগী প্রশিক্ষণ। আমাদের কর্মকর্তাদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে পারলে, তারা স্মার্টলি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সক্ষম হবে এবং অফিসের সময়ও বাঁচবে। তবে দুই দিনের প্রশিক্ষণে দক্ষতা অর্জন সম্ভব নয়; প্রশিক্ষণ শেষে নিয়মিত চর্চা করা জরুরি।
উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর সভাপতির বক্তব্যে বলেন, “ডি-নথি একটি নতুন বিষয় হিসেবে আমাদের কাছে এসেছে। আমরা ধীরে ধীরে এর উন্নতি করছি এবং আরো অনেক কিছু শিখতে হবে। যদিও অনেক জায়গায় ডি-নথি থাকলেও কাজের গতির উন্নতি তেমন হয়নি, তবে আমরা আশাবাদী, এটি পুরোপুরি বাস্তবায়িত হলে সিস্টেমে পরিবর্তন আসবে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের মডেল হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজন দক্ষ জনবল, এবং এই প্রশিক্ষণ তারই সহায়ক।
বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, আমরা পেপারলেস কাজ করবো, দ্রুত কাজ করবো এবং সময় বাঁচাবো, এটি খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়কে স্বচ্ছ ও গতিশীল করতে, সময়মতো কাজ সম্পন্ন করার বিকল্প নেই। আমরা চাই সবাই জবাবদিহিতা ও নিয়মানুবর্তিতায় আসবে, তবেই উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলা সম্ভব।
প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ইউজিসির স্ট্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্স শাখার পরিচালক ড. দুর্গা রাণী সরকার এবং ইউজিসির স্ট্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্স শাখার উপ-পরিচালক মোহাম্মদ মনির উল্লাহ।
Design & Developed By: JM IT SOLUTION