কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কৃষি পুনর্বাসন সহায়তা প্রকল্পের আওতায় রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি করতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে ১ হাজার ৬৪০ জন প্রান্তিক কৃষকের মাঝে গম, সরিষা, পেয়াজ, সূর্যমূখী, চিনা বাদাম, মুগ, মুসর ও খেসারী ডালের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়।এ সময় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান (যুগ্ম সচিব) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বীজ ও সার বিতরণ করেন।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, কৃষি অফিসার দোলন চন্দ্র রায় এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।পরে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
Design & Developed By: JM IT SOLUTION