কালের খবরঃ
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৭টি উন্নয়ন প্রকল্প পরিদর্শণ করেছেন।শনিবার (১৩ আগস্ট) সকালে তিনি টুঙ্গিপাড়া উপজেলায় নব নির্মিত ২ লেন লেবুতলা সেতু, ইউনিয়ন বøক সড়ক, বঙ্গবন্ধুর স্মৃতি বিজরিত পাটগাতী লঞ্চঘাট ঘাটলা, টুঙ্গিপাড়া স্টিমার ঘাট ঘাটলা পরিদর্শন করেছেন। এছাড়া তিনি অডিটোরিয়াম, গিমাডাঙ্গা-টুঙ্গিপাড়া সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় ও গোপালগঞ্জ জেলা ঈদগা ময়দান ঘুরে দেখেছেন।
এ সময় এলজিইডির ঢাকা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মন্মথ রঞ্জন হালদার, ফরিদপুর অঞ্চলের তত্ত¡বধায়ক প্রকৌশলী সাইফুল ইসলাম শহিদ, গোপালগঞ্জ জেলায় গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পিডি মোঃ আবু ছায়েদ, গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সাবেক মেয়র মোঃ ইলিয়াস হোসেনসহ এলজিইডি’র পদস্থ প্রকৌশলী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply