কালের খবরঃ
গোপালগঞ্জে ষড়যন্ত্রমূলক হয়রানী মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল ১১টায় জেলা মুক্তিযোদ্ধা ভবনের গোপালগঞ্জ জেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সরকারী বঙ্গবন্ধু কলেজের ছাত্রলীগ মনোনীত সাবেক ভিপি ও জিএস মোঃ আলিমুজ্জামান আলিম।লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৮ মে আমার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক আইডি খুলে গোপালগঞ্জের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম ও তাঁর পুত্র ব্যরিস্টার শেখ ফজলে নাঈমের নামে অশোভন কথা লিখে পোষ্ট করা হয়।বিষয়টি জেনে আমি থানায় গিয়ে একটি সাধারন ডায়েরি করি। কিন্তু আমার প্রতিপক্ষ লতিফপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকরুল ইসলাম আমাদের সামাজিক ও রাজনৈতিক অবস্থান নষ্ট করার লক্ষে আমাকে বিবাদী করে তার ছেলেকে বাদী করে মামলা দায়ের করেন এবং আমি গ্রেফতার হই।পরে আদালতের আদেশে ফরেন্সিক রিপোর্টে আমি বা আমার পরিবার জড়িত নয় বলে তা প্রমানিত হয় এবং আমি জামিনে মুক্তি পাই। প্রশাসনের নিকট আমার দাবী প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।এ সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply