কালের খবরঃ
১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে আগামী ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। ১৬ আগস্ট থেকে পূর্বের নিয়মে আবার দর্শনার্থীরা বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে প্রবেশ করতে পারবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানাগেছে। গত ২ আগস্ট প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।জেলা তথ্য অফিসার মোঃ মঈনুল ইসলাম বৃহস্পতিবার(৪ আগস্ট) দুপুরে জানিয়েছেন, ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে যোগদিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসবেন। এই কারনে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের রাষ্টীয় কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন। এদিন মন্ত্রী, এমপিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গও টুঙ্গিপাড়ায় জাতির পিতার প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণসহ বিভিন্ন কর্মসূচীতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে ও শোক দিবসের প্রস্তুতির জন্য ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে দর্শনার্থীদের প্রবেশাধিকার সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে ১৬ আগস্ট থেকে পূর্বের নিয়মে দর্শনার্থীরা বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে প্রবেশ করতে পারবেন। দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধকালিন সময় দেশের বিভিন্ন স্থান থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে না আসার জন্য তিনি অনুরোধ জানান।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply