কালের খবরঃ
গোপালগঞ্জ বিসিক উদ্যোক্তা মেলায় ৬০ লাখ টাকার পণ্য বেচা-কেনা হয়েছে। মেলার ৪০ টি স্টলে গত ১০ দিনে ৫৯ লাখ ৯১ হাজার টাকার পণ্য বিক্রি হয়েছে বলে জানিয়েছে বিসিক।
বিসিক গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক হ.র.ম. রফিকউল্লাহ বলেন, ‘১০ দিনের বিসিক উদ্যোক্তা মেলায় নগদ ৫৯ লাখ ৯১ হাজার টাকার পণ্য বিক্রি হয়েছে। এছাড়া অনলাইনে ও অফআইনে উদ্যোক্তারা এই মেলা থেকে ১৯ লাখ ৫০ টাকার পণ্য সরবরাহের অর্ডার পেয়েছেন। গোপালগঞ্জ বিসিক উদ্যোক্তা মেলায় মোট ৭৯ লাখ ৪১ হাজার টাকার পণ্য বিক্রি করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন উদ্যোক্তারা । এই বছর মেলায় উদ্যোক্তা, ক্রেতা ও নতুন উদ্যোক্তা হতে আগ্রহীদের কাছ থেকে ভাল সারা পেয়েছি। আগামী বছরও আমরা এই মেলার আয়োজন করব।’
হ.র.ম. রফিকউল্লাহ আরও বলেন, ‘ গত ৯ জানুয়ারী থেকে শহরের পৌরপার্কে জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা এ মেলার আয়োজন করি। এই মেলায় পাটজাত, চামড়াজাত পণ্য, পোশাক, ডিজাইন ও ফ্যাশনওয়্যার, হ্যান্ডিক্রাফটস্, মৃৎশিল্প, কসমেটিক্স, গৃহস্থালী পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য এবং অন্যান্য সেক্টরের স্বদেশী পণ্যের সমাহার ঘটে। গতকাল ১৮ জানুয়ারী (শনিবার) এ মেলা সমাপ্ত হয়েছে।
বিসিক উদ্যোক্তা পলাশ বলেন, ‘আমার স্টলে সবসময় কাস্টমারের ভিড় লেগেই থাকত। আমি এই মেলায় ভাল বেচা-কেরা করেছি। এই বেচাকেনায় আমি খুবই খুশি। এছাড়া অনলাইনেও ভাল অর্ডার পেয়েছি। অনেকে উদ্যোক্তা হতে আগ্রহ দেখিয়েছে। আমি তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করব। সেই সাথে সব ধরণের সহযোগিতা করে তাদের উদ্যোক্তা হিসেবে সৃষ্টি করতে পারব।’
উদ্যোক্তা আলেয়া বেগম বলেন, ‘আমি এই মেলা থেকে গত ১০ দিনে সাড়ে চার লাখ টাকার পণ্য বিক্রি করেছি, মেলায় ভাল সাড়া পেয়েছি। ১০ দিনের মেলায় দুটি শুক্রবার ও শনিবার পেয়েছি। এজন্য কেনাবেচা ভাল হয়েছে। এছাড়া মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই কারণে প্রতিদিনই মেলা প্রাঙ্গন জমজমাট থাকত।’
উদ্যোক্তা দেবু পাল বলেন, ‘মেলায় আমাদের মৃৎশিল্পেরও ভাল বেচাকেনা হয়েছে। এছাড়া ভাল অর্ডারও পেয়েছি। প্রতিবছর এই ধরণের আয়োজন করা হলে আমাদের মৃৎশিল্পের পুনর্জাগরণ ঘটবে।’
গোপালগঞ্জ বিসিকের কর্মকর্তা সজল আহমেদ বলেন, দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা (সিএমএসএমই) উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, ক্রয়-বিক্রয়, বাজারজাতকরণ ও নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে গোপালগঞ্জে বিসিক উদ্যোক্তা মেলার আয়োজন করা হয় । এ বছর গত বছরের তুলায় ১০ লাখ টাকা বেশি বেচা কেনা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply