সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক কালিপদ মন্ডলের ২০তম মৃত্যু বার্ষিকী সালিশ বা দাঙ্গা-ফ্যাসাদে না জড়াতে কর্মীদের কঠোর নির্দেশনা দিলেন- সেলিমুজ্জামান দক্ষিণাঞ্চলে ভাসমান চাষ! জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এক কার্যকর উপায় ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়তে হবে – সেলিমুজ্জামান গোপালগঞ্জ ব্লাড ডোনেট গ্রুপের তৃতীয় বার্ষিকী পালন গোপালগঞ্জে বিলের পানি থেকে কৃষকের গলিত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত কোটালীপাড়ায় সমবায় দিবস উপলক্ষে র্যা লী ও আলোচনা সভা স্বাধীনতা বিরোধী অপশক্তি নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে – সিরাজুল ইসলাম সিরাজ একাত্তরের পরাজিত শত্রু’রা নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করছে – সেলিমুজ্জামান

কাশিয়ানীতে মোক্তার হোসেন ও মুকসুদপুরে কবির মিয়া বিজয়ী

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪, ১২.২৩ এএম
  • ৩৩৬ Time View

কালের খবরঃ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে  গোপালগঞ্জ  জেলার কাশিয়ানী উপজেলায় মোঃ মোক্তার হোসেন  ও মুকসুদপুর  উপজেলায়   মোঃ  কাবীর  মিয়াকে  বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করেছে প্রশাসন । কাশিয়ানী উপজেলা  আওয়ামী লীগ  সভাপতি  মোঃ মোক্তার হোসেন (দোয়াত কলম) প্রতিকে ৩২হাজার  ২০৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বা‌চিত হন। তার নিকটতম আনারস প্রতিকের মুন্সী ফররুক হোসাইন মিন্টু  পেয়েছেন ২৭ হাজার ৮৩৮ভোট। অপর  কাজী নূরুল আমিন তুহিন মোটরসাইকেল প্রতিকে ২৫ হাজার ৬০৪ ভোট পেয়েছেন। এই  উপজেলায় ভাইস চেয়ারম্যান  নির্বাচিত হয়েছেন মোঃ জামিনুর রহমান। তিনি উড়োজাহাজ প্রতিকে  ৩৬  হাজার  ১৫১ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি   দীনবন্ধু  মন্ডল তালা  প্রতিকে ২১ হাজার,২১২ ভোট পেয়েছেন। এছাড়া আবুল কালাম আজাদ টিউবওয়েল প্রতিকে১৮হাজার ৯৭২ ভোট ও সুলতান আহমেদ মোল্যা চশমা  প্রতিকে পেয়েছেন ৮হাজার ১৬৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জিনাত রেহানা খান প্রজাপতি প্রতিকে ২৬ হাজার ৮৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম সোহাগী রহমান মুক্তা  পদ্মফুলে ২৫ হাজার ৪৫৪ ভোট পেয়েছেন।  হাঁস প্রতিকের মোছাঃশামচুন্নাহার পেয়েছেন ২৫ হাজার ৪৪১ ভোট। এছাড়া , ফুটবল প্রতিকের তুলি আক্তার পেয়েছেন ৬হাজার ৩১১ ভোট।এই উপজেলায় ২লক্ষ ৫হাজার ১৪৬ ভোটের বিপরীতে ভোট পড়েছে ৮৭হাজার ৯৪৯টি। বৈধ হয়েছে ৮৪ হাজার ৫০৪ভোট। বাতিল ভোট ৩হাজার ৪৪৫টি। যার শতকরা হার ৪৫.৪৮ ভাগ।

মুকসুদপুর উপজেলায় মোঃ কাবীর মিয়া ( আওয়ামী লীগ) ঘোড়া প্রতিকে ৫৪ হাজার ৫৫৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে  নির্বাচিত হয়েছেন। তার নিকটতম হয়েছেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোটরসাইকেল প্রতিকের এম এম মহিউদ্দিন আহম্মেদ । তিনি ভোট পেয়েছেন ৪২ হাজার ৮১১ভোট। অপর দোয়াত কলম প্রতিকের মোঃ আবুল কাশেম রাজ পেয়েছেন ২৮ হাজার ৫৪২ভোট। আর আনারস প্রতিকের মোঃ কাইমুজ্জামান রানা পেয়েছেন ৩হাজার ১১৫ ভোট। এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৩৩ হাজার ৮৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন চশমা প্রতিকের শাহরিয়ার কবির। নিকটতম হয়েছেন মোহাম্মদ রবিউল ইসলাম।তিনি উড়োজাহাজ প্রতিক নিয়ে পান ৩২ হাজার ৭১৫ ভোট। সঞ্জিত সরকার টিউবওয়েল প্রতিক নিয়ে পেয়েছেন ৩১ হাজার ৭৪ ভোট। মো. দুলাল মুন্সী মাইক প্রতিক নিয়ে পেয়েছে ২৫ হাজার ৬১১ ভোট। দুলাল হোসেন তালা প্রতিক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৩৩২ ভোট। অন্যদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তানিয়া আক্তার হাঁস প্রতিক নিয়ে ৬২ হাজার ৪৫২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী নাজমা বেগম কলস প্রতিক নিয়ে পেয়েছেন ৪৫ হাজার ৮৫৬ ভোট। রিনা বেগম ফুটবল প্রতিক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ৯৯৩ ভোট।

এই উপজেলায় মোট ভোট ২লক্ষ ৬০ হাজার ৫৪২জন। ভোট পড়েছে ১লক্ষ ৩১ হাজার ৯৩১টি। এর মধ্যে বৈধ ভোট ১লক্ষ ২৭ হাজার ৫১৫টি। বাতিল হয়েছে ৪হাজার ৩১৬ ভোট। আর ভোট পড়েছে শতকরা ৫০ দশমিক ৬৪ ভাগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION