কোটালীপাড়া প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দূর্গ বলে পরিচিত গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া -টুঙ্গিপাড়া) আসনে জাকের পার্টি মনোনীত (গোলাপ ফুল) প্রার্থী মাহাবুর মোল্লা কোটালীপাড়া উপজেলায় গণসংযোগ করেছেন। সোমবার (২৫ ডিসেম্বর) উপজেলার ভাঙ্গারহাট বাজারে তিনি গণসংযোগ করেন।
এ সময় জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য সামচুল আলম সিরাজ মুন্সি, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব প্রফেসর শাহাদাৎ হোসেন, গোপালগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি কাজী ওমর আলী, কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি বাদশা দাড়িয়া, সাবেক সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি হাফিজুর রহমান মোল্লা, কোটালীপাড়া পৌর শাখার সভাপতি কাজী সিদ্দিক, জাকের পার্টি ছাত্রফ্রোন্টের গোপালগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মানিক কাজীসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগ কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাকের পার্টির প্রার্থী মাহাবুর মোল্লা বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষে আমরা ৩শত আসনে প্রার্থী দিয়েছিলাম। কিন্তু দলের চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সালের নির্দেশে ২৮০জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। দেশের বিভিন্ন সংসদীয় আসনে আমরা মাত্র ২০জন প্রার্থী নির্বাচন করছি। আমাদেরকেও যদি নির্বাচনী মাঠ থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় তাহলে আমরা সরে যাবো। আর নির্দেশ না দিলে আমরা নির্বাচনের দিন পর্যন্ত মাঠে থাকবো।
উল্লেখ্যঃ গোপালগঞ্জ-৩(কোটালীপাড়া -টুঙ্গিপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপক্ষে ৫জন প্রার্থী প্রতিদ্ধন্দ্বিতা করছেন। এরা হলেন, বাংলাদেশ সুপ্রীম পার্টির এম নিজাম উদ্দিন লস্কর(একতারা), জাকের পার্টির মাহাবুর মোল্লা(গোলাপ ফুল), বাংলাদেশ কংগ্রেস পার্টির মোঃ সহিদুল ইসলাম মিটু(ডাব), ন্যাশনাল পিপলস পার্টির শেখ আবুল কালাম(আম) ও গণফ্রন্ট পার্টির সৈয়দা লিমা হাসান(মাছ)।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply