কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরের প্রনোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৫হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মাঝে বিনামূল্যে সার এবং বীজ বিতরণ করা হয়েছে।রবিবার (২০ নভেম্বর) উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে এ সার এবং বীজ বিতরণ করা হয়।গোপালগঞ্জ-৩ আসনের উন্নয়ন কার্যক্রমের প্রধানমন্ত্রীর প্রতিনিধি সাবেক সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাষীদের মাঝে এসব সার ও বীজ বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুন্সি আতিয়ার রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ^াস, গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. অরবিন্দ কুমার বাড়ৈ, উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমান, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন বক্তব্য রাখেন।
প্রধান অতিথি মোঃ শহীদ উল্লা খন্দকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মাটি ও মানুষদের নিয়ে সোনার বাংলা গড়তে চেয়ে ছিলেন। আমি সেই মাটি ও মানুষদের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি বর্তমান সময়ে কৃষি ক্ষেত্রের উন্নয়নে বেশী জোর দিয়েছেন। তাই কৃষি ক্ষেত্রের উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply