
কালের খবরঃ
গোপালগঞ্জ-২ আসনে রিক্সা শ্রমিকদের কাছে রিক্সা মার্কায় ভোট চাইলেন ১১ দলের জোট প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী শুয়াইব ইব্রাহিম।আজ শনিরার(৩১ জানুয়ারী)দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী প্র্রধান কার্যালয়ে রিক্সা শ্রমিকদের নিয়ে সমাবেশে তিনি এ কথা বলেন।রিক্সা শ্রমিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, কোনো পেশি শক্তিকে ভয় না পেয়ে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন।ভোট আপনাদের পবিত্র আমানত।এ আমানত কারও কাছে বিক্রি করবেন না বলেও আহবান জানান তিনি। এসময় ১১ দলের জোট নেতৃবৃন্দসহ জেলার কয়েকশ রিক্সা শ্রমিক এ সমাবেশে অংশ নেন।
Design & Developed By: JM IT SOLUTION