
কালের খবরঃ
বাংলাদেশের পুরো ভূখণ্ড আল্লাহ তায়ালার পক্ষ থেকে প্রাপ্ত এক মহামূল্যবান আমানত উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, এই ৫৬ হাজার বর্গ মাইল ভূমিতে আল্লাহর বিধান প্রতিষ্ঠায় তারা দৃঢ় প্রতিজ্ঞ।
গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কলেজ মোড় বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
ডাঃ শফিকুর রহমান বলেন, দেশের প্রতিটি ইঞ্চি জমি আমাদের কাছে আল্লাহর নিয়ামত। এই আমানত রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি ইনসাফভিত্তিক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে চায়, যেখানে সকল মানুষের মর্যাদা নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ৫৪ বছর অতিক্রম করেছে। এই সময়ে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, তাদের ইতিবাচক কাজের জন্য কৃতজ্ঞতা জানানো উচিত, আর ব্যর্থতার দায় সংশ্লিষ্টদেরই বহন করতে হবে।
আগামীর পরিকল্পনা তুলে ধরে জামায়াত আমীর বলেন, যুবকদের হাতে কর্মসংস্থান তুলে দেওয়া, নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিটি নাগরিককে সাথে নিয়ে এগিয়ে যাওয়াই তাদের লক্ষ্য। তারা প্রতিহিংসা ও বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করেন না।
তিনি বলেন, “আমরা বস্তাপচা রাজনীতি চাই না। আমরা সবাইকে স্বপ্ন দেখাতে চাই এবং সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে অংশীদার করতে চাই।”
আগামী ১২ ফেব্রুয়ারি ‘হ্যাঁ’ ভোট ও জোট প্রার্থীদের সমর্থন জানাতে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ’ মানেই কল্যাণের পথে অগ্রসর হওয়া, আর ‘না’ মানে জুলুম ও নির্যাতনের ধারাবাহিকতা।
ডা. শফিকুর রহমান দাবি করেন, ৫ আগস্টের আগে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে পরবর্তীতে তারা দলীয় সিদ্ধান্তে নির্যাতনকারীদের ক্ষমা করে দেয় এবং পরিবর্তিত পরিস্থিতিতে ১৫ দিন ধরে পাড়া-মহল্লায় মসজিদ, মন্দির ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে পাহারার ব্যবস্থা করে।
পথসভা শেষে তিনি গোপালগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাম্মাদ আব্দুল হামিদ মোল্লার হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে ভোট প্রার্থনা করেন।
এ সময় জেলা জামায়াতের আমীর এম এম রেজাউল করিম, সেক্রেটারি জেনারেল আল মাসুদ খানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তার আগমনকে কেন্দ্র করে কলেজ মোড় এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতের নেতা-কর্মী ও সমর্থকরা মিছিল সহকারে পথসভাস্থলে উপস্থিত হন।
Design & Developed By: JM IT SOLUTION