
কালের খবরঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মোট ১০ হাজার ভোটার পোষ্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে গোপালগঞ্জ জেলা কারাগারে আটক ৩৩ জন কয়েদি পোষ্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।
এই ৩৩ জন কয়েদি পোষ্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য রেজিস্ট্রেশন করেছেন। রেজিস্ট্রেশনের শেষ সময় পর্যন্ত কারাগারে মোট ৭২৪ জন কয়েদি ছিলেন, যাদের মধ্যে ২২ জন নারী কয়েদি। এর মধ্যে ৫ জন নারী কয়েদি এবং বাকি ২৮ জন পুরুষ কয়েদি পোষ্টাল ব্যালটে ভোট দিতে রেজিস্ট্রেশন করেছেন।
গোপালগঞ্জ জেলা কারাগারের তত্বাবধায়ক শওকত হোসেন মিয়া সাংবাদিকদের জানান, ৭২৪ জন কয়েদির মধ্যে ২৮ জন পুরুষ এবং ৫ জন নারী কয়েদি পোষ্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। তাদের সবাই গোপালগঞ্জ জেলার বাসিন্দা। এখন পর্যন্ত পোষ্টাল ব্যালট কারাগারে এসে পৌঁছায়নি। তবে, ব্যালট পৌঁছালে আমরা কারাগারের ভিতরে দুটি গোপন বুথ তৈরি করব, যাতে কয়েদিরা নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারেন।”
এদিকে, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান জানান, জেলায় মোট ৯,৯৯৮ জন ভোটার পোষ্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য রেজিস্ট্রেশন করেছেন। এদের মধ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতরা এবং কারাগারে আবদ্ধ কয়েদিরা অন্তর্ভুক্ত। এখন পর্যন্ত পোষ্টাল ব্যালট পেপার এসে পৌঁছায়নি। ব্যালট আসলে নির্ধারিত তারিখে ভোট গ্রহণের ব্যবস্থা করা হবে।#
Design & Developed By: JM IT SOLUTION